প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ ২২:১০

রাতে শালিস, ভোরে মিলল অটো চালকের ঝুলন্ত লাশ

উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
রাতে শালিস, ভোরে মিলল অটো চালকের ঝুলন্ত লাশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে রাতের শালিসের পর সকালে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার সকালে ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম -৩২- কালিকাপুর পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক একটি বিষয় নিয়ে শালিস বসে। শালিস শেষে বাসায় ফিরে সাইফুল মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
 
সলঙ্গা থানার পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওসি হুমায়ুন কবির বলেন, রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রায়গঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম জানান, শালিসের পর কোনো চাপ বা নির্যাতন ছিল কি না—সব দিকেই তদন্ত চলছে।
 
ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।
উপরে