প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ ২২:৩৯

নগর সুশাসন ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে জাইকা, স্থানীয় সরকার বিভাগ ও সুইজারল্যান্ডের যৌথ কর্মশালা

খবর বিজ্ঞপ্তিঃ
নগর সুশাসন ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে জাইকা, স্থানীয় সরকার বিভাগ ও সুইজারল্যান্ডের যৌথ কর্মশালা

নগর সুশাসন শক্তিশালী করা ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) যৌথভাবে এক কর্মশালার আয়োজন করেছে। বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় নগর সুশাসন, সেবা প্রদান ও স্থানীয় উন্নয়ন বিষয়ে বাস্তবমুখী সমাধান উপস্থাপন করা হয়।

বাংলাদেশে দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে সেবা ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও সুশাসন জোরদার করার প্রয়োজনীয়তায় জাইকার ‘ক্যাপাসিটি ফর সিটিজ (সিফোরসি)’ এবং এসডিসির ‘প্রবৃদ্ধি: লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি)’ প্রকল্প দুটি স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। প্রকল্পদুটি ২০২৫ সালের ডিসেম্বর মাসে তাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।

কর্মশালায় সিটি করপোরেশন ও পৌরসভার নেতৃত্ব, সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত, শিক্ষাবিদসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময়, প্রকল্পের সাফল্য পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এসময় বাজেট প্রণয়ন, রাজস্ব বৃদ্ধি, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, নাগরিক সম্পৃক্ততা, কর্মসম্পাদন মূল্যায়ন এবং ডিজিটাল রূপান্তর বিষয়ে শহর প্রতিনিধিদের উপস্থাপনাসহ একটি বিশেষ অভিজ্ঞতা-বিনিময় সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি, উভয় প্রকল্পের উদ্ভাবন ও অর্জন তুলে ধরতে একটি প্রদর্শনী গ্যালারিও স্থাপন করা হয়।

সিফোরসি প্রকল্প সিটি করপোরেশনগুলোর সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে। আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি, সেবা প্রদান সহজীকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে টুলস ব্যবহারের বিষয়গুলো বার্ষিক সিটি গভর্নেন্স অ্যাসেসমেন্ট (সিজিএ)-এর মাধ্যমে পরিমাপ করা হয়। অন্যদিকে, ‘প্রবৃদ্ধি’ প্রকল্প পৌর এলাকায় প্রতিযোগিতামূলক ব্যবসা পরিবেশ সৃষ্টি এবং স্মার্ট অবকাঠামো উন্নয়নে নেতৃত্ব দিয়েছে, যার ফলাফল হিসেবে মিউনিসিপাল কম্পিটিটিভনেস ইনডেক্স (এমসিআই) তৈরি হয়েছে।

বাংলাদেশ সরকার ও অংশীদারদের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজনের মাধ্যমে জাইকা এবং এসডিসি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা—বিশেষত এসডিজি ৯, ১১ ও ১৬—এর সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদী নগর উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

অনুষ্ঠানটি স্মার্ট, শক্তিশালী ও অধিক স্থিতিশীল নগর গঠনে উদ্ভাবন ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ অব্যাহত রাখার আহ্বানের মাধ্যমে শেষ হয়।

উপরে