প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ ২৩:১৩
জুলাই মঞ্চের পক্ষ থেকে: ধর্মীয় আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি, শাহবাগে সমাবেশে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহবাগে শুক্রবার বিকেলে ‘জুলাই মঞ্চ’ আয়োজিত ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সমাবেশ চলাকালীন উত্তেজনার ঘটনা ঘটে। সমাবেশে অংশ নেওয়া বামপন্থী এবং বাউল সমর্থকরা ব্যানার ফেলে ও মাইকে বাধা দেয়ার চেষ্টা করলে দুইপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, “সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধকে ক্ষুণ্ণ করার কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। আবুল সরকারের সমর্থক বাউলরা আমাদের ওপর হামলা করেছে, আমাদের মাইক ভেঙে দিয়েছে এবং ব্যানার কেড়ে নিয়েছে।”
সমাবেশে জুলাই মঞ্চের পক্ষ থেকে বাউলশিল্পীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য সরকারের হস্তক্ষেপেরও আহ্বান জানান।
কর্মসূচি শেষে নেতারা ঢাকার বিভিন্ন স্থান ঘুরে একটি সম্মিলিত মিছিল করেন।
