অভিযোগের সত্য-মিথ্যা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে: বগুড়ার নবাগত পুলিশ সুপার
বগুড়ার নবাগত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন পিপিএম বলেছেন, জুলাই থেকে শুরু করে সব মামলা তদন্ত করা হবে। তদন্তে কোনো প্রতিবন্ধকতা থাকবে না—অভিযোগ সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যাই রিপোর্ট দেওয়া হবে। তথ্য-প্রমাণ যাচাই করেই পুলিশ পদক্ষেপ নেবে।
সোমবার বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গত শনিবার তিনি বগুড়ার দায়িত্বভার গ্রহণ করেন।
পুলিশ সুপার বলেন,
“সাংবাদিকরা তথ্য দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ প্রবণতা কমাতে বড় সহায়তা পাওয়া যাবে। মিডিয়ার অনেক তথ্য তদন্তে কার্যকর ভূমিকা রাখে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বগুড়ার মানুষকে ভালো আইনশৃঙ্খলা উপহার দিতে চাই।”
তিনি আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। বগুড়ার সাতটি আসনে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—
বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশিদ শাইন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুর রহিম, বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রতীক ওমর, এটিএন নিউজ ব্যুরো প্রধান চপল সাহা প্রমুখ।
সভায় জাতীয় দৈনিক, টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
