প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৫ ২৩:৩৮

আদমদীঘিতে দোকান ঘর ও খড়ের পালায় অগ্নিকান্ড

আদমদীঘিতে দোকান ঘর ও খড়ের পালায় অগ্নিকান্ড
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ
আদমদীঘিতে দোকান ঘর ও খড়ের পালায় অগ্নিকান্ড

বগুড়ার আদমদীঘিতে পৃথক অগ্নিকান্ডে শারীরিক প্রতিবন্দী সুজন হোসেনের মুদি দোকান ঘরে ও পুর্ব শক্রতার জেরধরে আবারো আনোয়ারা বেগমের খড়ের পালায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার দাড়িকুড়ি গ্রামের জিএম ফিড মিলের সামনে দোকান ঘরে এবং উজ্জলতা গ্রামে খড়ের পালায় এসব ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দাড়িকুড়ি গ্রামের সুজন হোসেন উপজেলা নির্বাহি অফিসারের নিকট ও উজ্জলতা গ্রামের আনোয়ারা বেগম একজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। 
শারীরিক প্রতিবন্দী সুজন হোসেন জানান, সে দীর্ঘদিন যাবত বাড়ির নিকট জিএম ফিড মিলের পাশে ইটের দেয়ালে টিনসেডের দোকান ঘর ভাড়া নিয়ে মুদি দোকানে বেচাকেনা করে মায়ের সাথে থেকে জীবিকা নির্বাহ করতো। গত রোববার দিবাগত রাতে কেবা কারা ওই দোকান ঘরে অগ্নিসংযোগ করলে দোকান ঘরে রাখা ড্রিল মেশিন, ফ্রিজ, চাল ডাল, সিগারেট, সাবানসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মিভ’ত হয়।
অপরদিকে উজ্জলতা গ্রামের আনোয়ারা বেগম জানায়, গত রোববার রাতে পূর্বশক্রতার জেরে তার বাড়ির পাশে পালা করে রাখা ৯ বিঘা জমির খড়ে অগ্নিসংযোগ করা হয়। অগ্নিকান্ডে প্রায় ২৭ হাজার টাকার মূল্যের সমস্ত খড় পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিস টিম ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনে। এর কিছু দিন পূর্বে আনোয়ারা বেগমের আরো ৪টি খড়ের পালায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তিনি একজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ লিখিত অভিযোগ পাওয়া বিষয় নিশ্চিত করেন। 

 

উপরে