আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন!
বগুড়ার আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামে দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষ প্রয়োগের ফলে পুকুর দুটিতে চাষ করা দেশীয় টেংরা, রুই, কাতল, পাঙ্গাসসহ বিভিন্ন জাতের মাছ ভেসে উঠে大量ভাবে মারা যায়।
মাছ চাষির অভিযোগ
প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন,
“দীর্ঘদিন ধরে চারটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করছি। এবার পাঙ্গাস, রুই, কাতল ও দেশি বিভিন্ন প্রজাতির মাছ চাষে প্রায় অর্ধ কোটি টাকা বিনিয়োগ করেছি। মাছগুলো বিক্রির উপযোগী হয়েছিল। রাতে কে বা কারা চারটি পুকুরের মধ্যে দুটিতে বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
তিনি আরও বলেন,
“আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী। রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি।”
পুলিশের প্রতিক্রিয়া
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- এস. এম. মোস্তাফিজুর রহমান বলেন,
“খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
