রংপুরে জাল ব্যান্ডরোল বিক্রি মামলায় দুই আসামির ১৪ বছর সশ্রম কারাদণ্ড
রংপুরে জাল ব্যান্ডরোল বিক্রির মামলায় দুই আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড भुगতে হবে।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান এ রায় প্রদান করেন।
যে মামলায় সাজা
হারাগাছ থানার মামলা নং–৩, তারিখ ০২/০১/২০২১
ধারা: বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫(এ)/২৫(বি)
জি আর নং–০৩/২১
স্পেশাল ট্রাই অ্যাক্ট মামলা নং–৯৮/২৫
সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন—
১) মো. বাবুল মিয়া (৪৫), পিতা: মৃত মনছুর আলী, মাতা: মোছা. নূরবানু, বাড়ি: বকসা, থানা: হারাগাছ মহানগর রংপুর।
২) মো. মুকুল মিয়া (৩৬), পিতা: মৃত করিম উদ্দিন, মাতা: মোছা. রাশেদা, বাড়ি: ভগীরথ মাছহাড়ী (উদয় নারায়ন মাছহাড়ী), থানা: হারাগাছ মহানগর রংপুর।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল হাদী বেলাল।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. মেজাজাহারুল ইসলাম ও অ্যাডভোকেট মো. আলমগীর রহমান।
রায়ের বিবরণ
পাবলিক প্রসিকিউটর প্রদত্ত অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করেন। অপরাধের ধরণ বিবেচনায় তাদেরকে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫(এন) ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
