প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৫ ২৩:৫৮

জয়পুরহাটে ভাড়া নেওয়া তরুণীকে গণধর্ষণের অভিযোগ, এলাকায় তীব্র ক্ষোভ

উপজেলা সংবাদদাতা, ক্ষেতলাল, জয়পুরহাট
জয়পুরহাটে ভাড়া নেওয়া তরুণীকে গণধর্ষণের অভিযোগ, এলাকায় তীব্র ক্ষোভ

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ভাসিলা মহল্লায় এক তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে ৩০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুমারগাড়ি মাঠে।

ঘটনার বিবরণ

ক্ষেতলাল উপজেলার মনঝার এলাকার এক তরুণীকে ভাসিলা গ্রামের একজন যুবক ও তার তিন সহযোগী ওই রাতে মাঠে নিয়ে যান। পরে আরও চার সহযোগী ঘটনাস্থলে এসে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ভুক্তভোগীর স্বামী জানান, প্রথমে চুক্তি ছিল সীমিত সংখ্যক ব্যক্তির জন্য, কিন্তু পরে আরও চারজনকে সঙ্গে নিয়ে আসে। এরপর সাতজন মিলে তাকে ধর্ষণ করে।

ভুক্তভোগীর অবস্থা ও পুলিশের ব্যবস্থা

ঘটনার পর ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ১ ডিসেম্বর বিকেলে তিনি তার স্বামী ও বোনের সঙ্গে ক্ষেতলাল থানায় গিয়ে এ ঘটনা জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠায়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সাতজনকে আসামি করে এজাহার দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উপরে