প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৫ ০০:০০

গাবতলীতে রাস্তার বিরোধে শিমের গাছ কর্তন

উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ
গাবতলীতে রাস্তার বিরোধে  শিমের গাছ কর্তন

বগুড়ার গাবতলীতে রাস্তার বিরোধের জের ধরে মামলার বাদীর ধরন্ত শিমের গাছ রাতের আধারে কেটে ফেলেছে প্রতিপক্ষ বিবাদীরা। ঘটনাটি ঘটেছে ৩০নভেম্বর রোববার দিবাগত রাতে গাবতলী সদর ইউনিয়নের সারোটিয়া উত্তরপাড়া গ্রামে। 
জানা গেছে, উল্লেখিত সারোটিয়া উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সিদ্দিক -৩৫- এর সাথে প্রতিবেশি কতিপয় ব্যক্তির সাথে রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই প্রতিপক্ষরা ৩০নভেম্বর রোববার দিবাগত রাতে ধরন্ত শিমের বাগানের গাছ কেটে ফেলে-এতে অনুমান ৫০হাজার টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে দাবী করেন সিদ্দিক। ক্ষতিগ্রস্ত সিদ্দিক ও তার ফুফু আমেনা বেগম ও আনোয়ারা বেগমগং জানান, তাদের মোট ৯১শতক জমি রয়েছে। এরমধ্যে আশপাশের মানুষের চলাচলের জন্য ১০শতক জমি রাস্তার জন্য এরআগে ছেড়ে দেয়া হয়েছে। এরপরেও কতিপয় ব্যক্তি রাস্তা আরো প্রশস্ত করার দাবীতে বিভিন্ন হুমকি ধামকি ও বিভিন্ন ফসলের গাছ একের পর এক কেটে ফেলছে। এরআগেও পেঁপে, বরবটি, কাকরুল ও শিমের গাছ কেটে ফেলেছে ওই প্রতিপক্ষরা। ইতিপূর্বে থানায় মামলাও করা হয়েছে। গত ২৮নভেম্বরে প্রতিপক্ষরা রাতের আধারে শত্রুতা করে ইউক্যালিপ্টাস কেটে ফেলে। এ ঘটনায় থানার এসআই আ: রশিদ গত ৩০নভেম্বর বিকেলে ঘটনাস্থলে এলে প্রতিপক্ষরা পুলিশের উপস্থিতিতেই সিদ্দিকের জ্যাঠাতো ভাই জিয়াউর রহমান -২৫-কে বেদমভাবে মারপিট করে। পরে প্রতিপক্ষ বিবাদীরা ক্ষোভের বশীভূত হয়ে ৩০নভেম্বর রাতে ধরন্ত শিমের গাছ কেটে ফেলে। এ ব্যাপারে মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, শিমগাছ কেটে ফেলার বিষয়ে লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

উপরে