প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৫ ০০:০৪
বগুড়ায় জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আলতাফুন্নেসা খালার মাঠে অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন সমিতির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান খান (মুক্তা) এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস. আব্দুল্লা-হিল-বাকী (লিপন)।
আয়োজকরা জানান, আইনজীবীদের মানসিক প্রশান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি করতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রতি বছরই অব্যাহত থাকবে।
