প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৫ ০০:৩২

বগুড়ায় তামিম এগ্রো’র খামারী সমাবেশ

আবু সাঈদ হেলাল, বগুড়া
বগুড়ায় তামিম এগ্রো’র খামারী সমাবেশ

 প্রান্তিক পোল্ট্রি ব্যবসায়ী তথা খামারী ভাই বোন দের নিয়ে মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের ধরমপুর খেলার মাঠে তামিম এগ্রোর অংগ সংগঠন তামিম ইন্টিগ্রেটেড ফার্মস খামারী সমাবেশের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ ও প্রশাসন ) জনাব নাঈম হাসান রূপম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন সরকার সিফাত, সভাপতি ( বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল), আরো উপস্থিত ছিলেন কোম্পানির চিফ কনসালটেন্ট (সিভিল) জনাব ওয়ালিউল ইসলাম দুর্লভ , মিঃ অমৃত জ্েযাতি মুদোয়, মহাব্যবস্থাপক, তামিম ইন্টিগ্রিটেড ফার্মস, জনাব রেজাউল করিম রেজা, ম্যানেজার, কমার্শিয়াল সেলস, জনাব ইখতিয়ার রাসেল, ম্যানেজার উৎপাদন সহ তামিম ইন্টিগ্রিটেড ফার্মস এর সিনিয়র অফিসার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। চলমান বছরে সারাদেশে আয়োজিত এবং ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত উঠান বৈঠকের মাধ্যমে খামারিদের মাঝে বৈজ্ঞানিকভাবে আধুনিক খামার ব্যবস্হাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ বগুড়া জেলার খামারী সমাবেশের মাধ্যমে শেষ করা হয়েছে। তামিম গ্রুপের এই আয়োজন দেশের পিছিয়ে পড়া খামারী ভাইবোনদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আগামী দিনগুলোতে আরো অধিক সংখ্যক খামারীদের নিয়ে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রতিষ্ঠানটির কর্মকর্তাগণ ।

উপরে