র্যাব-১২’র অভিযানে শাহজাদপুরে নারী ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুরে বহুল আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসার অংশ হিসেবে চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি।
কি ঘটেছিল ২৮ নভেম্বর?
এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর সকাল ৮টায় শাহজাদপুর উপজেলার পশ্চিম দুয়ারী এলাকায় নিজ শয়নকক্ষে বিছানার ওপর মৃত অবস্থায় পাওয়া যায় নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন (৪০)।
ঘটনার পরপরই পিয়ারার স্বামী আব্দুল আলীম এবং তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার দিনই নিহতের বাবা মো. হানিফ সরকার শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং—১৩, তারিখ—২৮/১১/২০২৫। মামলা দায়ের করা হয় পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায়।
র্যাবের সফল অভিযান
র্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় ২ ডিসেম্বর রাত ৭টা ৫০ মিনিটের দিকে সদর কোম্পানির একটি চৌকস দল সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় পিয়ারা খাতুন হত্যার প্রধান আসামি মো. আব্দুল আলীম (৪০), পিতা মৃত আব্দুল জব্বার, ঠিকানা—রতনকান্দি (উত্তরপাড়া), থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ—কে গ্রেপ্তার করা হয়।
