প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৫ ০২:১৫

১০ম গ্রেড বাস্তবায়ন না করলে কমপ্লিট সার্টডাউন করবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা : রোগীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
১০ম গ্রেড বাস্তবায়ন না করলে কমপ্লিট সার্টডাউন করবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা : রোগীদের দুর্ভোগ
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে কেন্দ্রীয় ১দফা কর্মসূচির অংশ হিসাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, টিবি ক্লিনিক, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপ স্বাস্থ্য কেন্দ্র, পরিবার কল্যান কেন্দ্র সহ সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে একযোগে বুধবার সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত টানা ৪ ঘন্টা কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালিন সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সম্মুখে সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট একত্রিত হয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবী জানান। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নেতৃবৃন্দ বলেন একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা প্রকৌশলি ও ডিপ্লোমা কৃষিবিদগন চাকুরি যোগদান ক্ষেত্রে ১০ম গ্রেড কর্মকর্তা পদ মর্যাদা লাভ করলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ ১১তম গ্রেডের কর্মচারী হিসাবে চাকুরি শুরু ও শেষ করেন। সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত টানা ৪ঘন্টা কর্মবিরতি চলাকালিন সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সকল প্যাথলজিক্যাল পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এম আর আই, বøাড ব্যাংক, ফিজিওথেরাপী চিকিৎসা, বহিঃবিভাগ ঔষধ বিতরন, দন্ত বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নেতৃবৃন্দ বলেন স্বাস্থ্য সেবা খাতের দীর্ঘদিনের বৈষম্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এর চাকুরি যোগদান ক্ষেত্রে ১০ম গ্রেড কর্মকর্তা পদ মর্যাদা থেকে বঞ্চিত রাখা। এই বৈষম্যের অবসান না হলে আগামী কাল ৪ ডিসেম্বর’২০২৫ সমগ্র বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ পূর্ণদিবস কমপ্লিট সাটডাউন কর্মসূচী পালনের ডাক দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ— এরশাদ হোসেন, শরিফুল ইসলাম, আহমেদ আলী,ইয়াকুব, বদিউজ্জামান, আব্দুল মান্নান,  সোহান তালুকদার, আব্দুর রশিদ, আবুল কালাম আজাদ, আলমগীর, আশরাফুল ইসলাম, সাব্বির হোসেন, আব্দুস সাত্তার,  ফিরোজ আহম্মেদ,আফজাল হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।
উপরে