সোনাতলায় প্রভাতের আলো তরুণ সংঘের উদ্যােগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
উপজেলার ঐতিহ্যেবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘের উদ্যােগে স্হানীয় বোচারপুকুর কওমী হাফেজিয়া মাদরাসা শিক্ষার্থীদের মধ্যহ্নভোজ, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওমর ফারুক খান বাইতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আবু সালেহ মোঃ নূহ্।প্রধান অতিথির বক্তব্যে আবু সালেহ মোঃ নূহ্ বলেন,প্রভাতের আলো তরুণ সংঘ একটি সামাজিক সংগঠন। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে সমাজ সেবায় বিরুল দৃষ্টান্ত স্হাপন করে যাচ্ছে। সংগঠনটি তাদের কাজের পরিধি বৃদ্ধি করবে এবং তাদের কাজের মাধ্যমে তাদের দেশের মধ্যে পরিচিত লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও,দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়।সরকারের পাশাপাশি এলাকার সামাজিক সংগঠন এবং সকলের স্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। সংগঠনের সদস্য রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম,ইসলামী ব্যাংক সোনাতলা শাখা ব্যবস্হাপক মতিউর রহমান,থানা এসআই শাহ আলম,সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য ও নয়াদিগন্তের রিপোর্টার মিনাজুল ইসলাম।এসময় উপস্থিত মডেল মসজিদের খতিব মুফতি মোজাহিদুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হাসান রহমানী সংগঠনের সদস্য রাহিসুল ইসলাম, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, সহ-সভাপতি রকি খান,রাজিত মাহমুদ, জিল্লার রহমান, নুরুল ইসলাম, মোজাম্মেল হোসেন, রেজা প্রমুখ।
