প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৫ ২৩:৪৮

নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল

উপজেলা সংবাদদাতা, সিংড়া, নাটোরঃ
নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল

নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ [সিংড়া] আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের [বিএনপি] মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

 
বৃহস্পতিবার [৪ ডিসেম্বর] বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
দলীয় সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম আনু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ। তৃণমূল রাজনীতিতে তার দীর্ঘ সম্পৃক্ততা এবং দলের দুঃসময়ে পাশে থাকার স্বীকৃতিস্বরূপ তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
 
নাটোর-৩ আসনটি বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, বিগত সময়ে একমাত্র জুনাইদ আহমেদ পলক ছাড়া আওয়ামী লীগ থেকে এখানে কেউ কখনো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হতে পারেননি। ১৯৯১ সালের নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু বকর শেরকোলী এমপি নির্বাচিত হন।
 
১৯৯৫ সালে আবু বকর শেরকোলীর মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন তৎকালীন জেলা বিএনপির আহ্বায়ক ও দিঘাপাতিয়া এমকে কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষক কাজী গোলাম মোর্শেদ। এরপর তিনি ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনেও টানা তিনবার এমপি নির্বাচিত হয়ে এই আসনটিকে বিএনপির দুর্গে পরিণত করেন।
 
বিএনপির এই শক্ত ঘাঁটিতে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মনোনয়ন পাওয়ার খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চাঙাভাব ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উপরে