প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ২৩:৩৯

রোটারী ক্লব অফ রংপুরের জোনাল আন্তঃনগর সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন,রংপুর ঃ
রোটারী ক্লব অফ রংপুরের জোনাল আন্তঃনগর সভা অনুষ্ঠিত

 রোটারী ক্লব অফ রংপুর জোনের আয়োজনে জোনাল আন্তঃনগর সভা অনুষ্ঠিত হয়। ৫ ডিসেম্বর রংপুর জিএলরায় রোডস্থ রুপকথা মিলনায়তনে জোনাল আন্তঃনগর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটার ইন্টারন্যশনাল ডি ৬৪ ও ৬৫ বাংলাদেশ কান্ট্রি কো অর্ডিনেটর পিডিজি ড. ইসতিয়াক এ জামান (পিএইচ.ডি পিএইচএফ  বি এমডি  পিএইচএস)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি কান্ট্রি কো অর্ডিনেটর পিআইএম  নুরুল কবির (পিএইচএফ  বি এমডি  পিএইচএস), কো অর্ডিনেটর এডমিন এম মাহমুদুল হাসান,  কো অর্ডিনেটর পাবলিক ইমেজ লুবনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লব অফ রংপুর জোনের প্রধান উপদেষ্টা পার্থ বোস, উপদেষ্টা মাহামুদুর রহমান শিপন,  প্রোগ্রাম সভাপতি এতেএম আব্দুস সালাম তুহিন, প্রোগ্রাম সমন্বয়কারী এমদাদুল হোসেন এমদাদ, রেজিস্টেশন সভাপতি মোস্তাক হোসেন শিমুল, নিবন্ধন সহ সভাপতি মোঃ হারুস অর রশিদ, রেজিস্টেশন সহ সভাপতি হেসমিন আক্তার এনি, নিবন্ধন সহ সভাপতি এসএম রফিকুল ইসলাম,  প্রোমশন সভাপতি দেলোয়ার হোসেন লিটন,  প্রোমশন সহ সভাপতি মোঃ কামরুল ইসলাম ভরসা,  সাধারণ সম্পাদক  ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুল আলম খান,  র্সাজন্টে অ্যাট র্আমস মনজুল আলম,  সম্মানিত সদস্য মোঃ আইনুজ্জামান, সম্মানিত সদস্য মোঃ কামালুর রহমান,  সম্মানিত সদস্য আবু বকর মোঃ বারি মিঠু, সম্মানিত সদস্য মোঃ তানবীর হোসেন আশরাফী সহ অন্যান্য অতিথিবৃন্দ। 

উপরে