খালেদা জিয়ার লন্ডনযাত্রা: মঙ্গলবার সকালে ঢাকায় নামার অনুমতি পেল জার্মান এয়ার অ্যাম্বুলেন্স
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভাড়া করা জার্মান এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা রবিবার রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জার্মানভিত্তিক এফএআই অ্যাভিয়েশন গ্রুপের পক্ষ থেকে শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে অবতরণের আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ মঙ্গলবার সকালে অবতরণের অনুমতি দিয়েছে। প্রয়োজন হলে সেদিন রাত ৯টার দিকে বিমানটি ঢাকা ত্যাগ করতে পারবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে আবেদনপত্রে বলা হয়েছিল, মঙ্গলবার ঢাকায় অবতরণ করে পরদিন বুধবার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার জন্য সময়সূচি চাওয়া হয়েছে।
চূড়ান্ত যাত্রা নির্ভর করছে শারীরিক অবস্থার উপর
তবে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এলে খালেদা জিয়াকে সেদিনই লন্ডনে নেওয়া হবে কিনা—তা সম্পূর্ণ নির্ভর করছে তার বর্তমান শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।
প্রায় দুই সপ্তাহ ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা শনিবার জানিয়েছেন, খালেদা জিয়া এখনো বিমানযাত্রার উপযুক্ত নন। তবে ৯–১০ ডিসেম্বরের দিকে তিনি আকাশপথে ভ্রমণের সক্ষমতা অর্জন করতে পারেন বলেও তারা ইঙ্গিত দিয়েছেন।
কাতার অ্যাম্বুলেন্স বাতিল, নতুন ব্যবস্থা জার্মানি থেকে
গত শুক্রবার ভোরে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও ‘কারিগরি ত্রুটি’র কারণে সেই বিমান দেরিতে আসে। পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়—কাতারের সেই বিশেষ উড়োজাহাজ আর আসছে না। তার বদলে জার্মানি থেকে ভাড়া করা হচ্ছে নতুন এয়ার অ্যাম্বুলেন্স।
কবে নাগাদ সেটি ঢাকায় পৌঁছাবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি দলটি।
এফএআই অ্যাম্বুলেন্স: আধুনিক চিকিৎসা সুবিধাসহ প্রস্তুত
ঢাকায় কাতার দূতাবাসের তথ্য অনুযায়ী, যে উড়োজাহাজটি ভাড়া নেওয়া হয়েছে সেটি জার্মানির নুরেমবার্গভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের। এটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার (সিএল-৬০) সিরিজের দুই ইঞ্জিনের জেট, ২০১৮ সালে কোম্পানি থেকে সরবরাহ করা হয়।
উড়োজাহাজটিতে রয়েছে—
ভেন্টিলেটর
মনিটরিং ইউনিট
ইনফিউশন পাম্প
অক্সিজেন সিস্টেম
ওষুধপত্র ও জরুরি চিকিৎসা সরঞ্জাম
সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত প্যারামেডিকস, যারা আকাশপথে গুরুতর রোগী পরিবহনে অভিজ্ঞ।
গত জানুয়ারিতেও লন্ডন গিয়েছিলেন এয়ার অ্যাম্বুলেন্সে
এর আগেও চিকিৎসার জন্য গত জানুয়ারিতে খালেদা জিয়া কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন গিয়েছিলেন।
