শিক্ষকের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তাদের জীবন মান বাড়াতে হবে- সাবেক এমপি লালু
বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, শিক্ষকের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তাদের জীবন মান বাড়াতে হবে। তাদেরকে আর্থিক সচ্ছলতা দিতে হবে। পৃথিবীর সকল দেশে শিক্ষকদের সম্মানী আকর্ষণীয়। আমাদের দেশে শিক্ষকদের জীবনমান এখনো আশাব্যঞ্জক নয়। তাদের সুযোগ সুবিধা আরো বাড়াতে হবে। অতীতে শিক্ষার মানোন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে সাবেক এমপি লালু বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বুঝেছিলেন, নারী শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। ৭ ডিসেম্বর রবিবার বগুড়ার গাবতলী মহিষাবান বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি লালু আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যাশা। এ জন্য দেশ-বিদেশের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ তাঁর আরোগ্য কামনায় দোয়া অব্যাহত রেখেছেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সারাদেশে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা জনগণের মানসিক শক্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মহিষাবান ইউপির চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মজিদ মন্ডল এর সভাপতিত্বে এবং যুবদল নেতা মোঃ লিটন মিয়া'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, মহিষাবান বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুজ্জামান কাজল, শিক্ষকদের মধ্যে আব্দুল হামিদ, আব্দুল্লাহ আল মাসুদ, মনিরুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম রমজান, মোশাররফ হোসেন শাহীন, ইউনিয়ন যুবদলের আহবায়ক ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন, যুবদল আরমান হোসেন রিপন প্রমূখ। এরপূর্বে মতবিনিময় সভার শুরুতেই দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। এপর দেশমাতা বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা জন্য মহিলা কর্মীদের মাঝে লিফলেট বান্ডিল বিতরণকালে বক্তব্য রাখেন সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহমিনা আক্তার রুমা সহ মহিলা কর্মীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
