গাবতলীতে বিলের মাছ চুরি - থানায় অভিযোগ
বগুড়ার গাবতলীতে লিজকৃত মাসুন্দী বিলের ১০লাখ টাকার মাছ চুরির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, বগুড়া সদর কৈপাড়া বসুন্ধরা এলাকার মৃত আলহাজ্ব আজগর আলী সরকারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫) এর গাবতলীর সোনারায় ইউনিয়নে ‘মাসুন্দি বিল’ নামের একটি বিল রয়েছে। লিজকৃত ৩৫বিঘার ওই বিলে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছে। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি মাঝেমধ্যে ওই বিল হতে মাছ চুরি করে বিক্রি করে আসছে। বাধা নিষেধ করলে প্রাণনাশের হুমকি দেয়। এরই জের ধরে ওই ব্যক্তিরা ৭ডিসেম্বর দুপুরে বিভিন্ন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পাড়াদার শহীদুল ও আ: রশিদকে ঘরে আটকে রেখে ৮ থেকে ১০লাখ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গোফ্ফারকে প্রধান করে ৭জনের নামে এবং ১৫/২০জনকে অজ্ঞাত বলে গতকাল রোববার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
