প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫ ০১:০২

বগুড়ার শাজাহানপুরে খেলায় দাওয়াত না পেয়ে পিস্তল উঁচিয়ে হুমকি

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুরে খেলায় দাওয়াত না পেয়ে পিস্তল উঁচিয়ে হুমকি

বগুড়ার শাজাহানপুরে খেলায় অতিথি না করায় ফেরদৌস করিম সনি [বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা] পিস্তল উঁচিয়ে হুমকি দিয়েছেন—এমন অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সনি শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। মাদক ব্যবসার অভিযোগে দুই বছর আগে তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১১টার দিকে দক্ষিণপাড়া বেজোড়া এলাকায় একটি শর্ট–পিচ ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সেখানে অতিথি হিসেবে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ হন সনি। একপর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে রুবেল হোসেন নামে আয়োজক কমিটির এক সদস্যকে গুলি করার হুমকি দেন। স্থানীয়রা দ্রুত তাঁকে আটক করে অস্ত্রটি ছিনিয়ে নেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সনিকে আটক ও পিস্তলটি জব্দ করে।

আয়োজক কমিটির সদস্য রুবেল হোসেন বলেন,
‘সনি খেলায় দাওয়াত না পাওয়ায় রাত ১১টার দিকে এসে মোটরসাইকেল সাউন্ড বক্সের ওপর তুলে দেন। বাধা দেওয়া হলে তিনি বাড়ি গিয়ে পিস্তল এনে আমাকে গুলি করার হুমকি দেন। স্থানীয়রা তাঁকে পিস্তলসহ আটক করে কিছুটা মারধরও করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, উদ্ধার করা পিস্তলটি খেলনা হওয়ায় এ ঘটনায় জিডি করা হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

উপরে