প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫ ০১:০৭

বকেয়া ভাড়া ও অশোভন আচরণের অভিযোগে বগুড়া জেলা কারাগারের দুই কারারক্ষীর বদলি

নিজস্ব প্রতিবেদক
বকেয়া ভাড়া ও অশোভন আচরণের অভিযোগে বগুড়া জেলা কারাগারের দুই কারারক্ষীর বদলি

বকেয়া বাড়িভাড়া চাওয়ায় বাড়ির মালিককে হুমকি দেওয়া এবং কারাগারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বগুড়া জেলা কারাগারের দুই কারারক্ষীকে বদলি করা হয়েছে।

বদলি হওয়া দুই কারারক্ষী হলেন—রফিকুল ইসলাম ও আব্দুল্লাহ। এর মধ্যে রফিকুল ইসলামকে ঝিনাইদহ জেলা কারাগার এবং আব্দুল্লাহকে কুড়িগ্রাম জেলা কারাগারে বদলি করা হয়েছে।

বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৮ ডিসেম্বর) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

কারাগার সূত্র জানিয়েছে, কারারক্ষী আব্দুল্লাহ দেড় বছর ধরে বগুড়ায় কর্মরত ছিলেন এবং কারা এলাকার বাইরে ভাড়া বাসায় থাকতেন। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত ভাড়া পরিশোধ করতেন না। বাড়ির মালিক বকেয়া ভাড়া চাইলে তিনি বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতেন। এতে ক্ষুব্ধ হয়ে বাড়ির মালিক কারা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

অন্যদিকে, কারারক্ষী রফিকুল ইসলাম গত সাত মাস ধরে বগুড়া জেলা কারাগারে কর্মরত। তিনি বিভিন্ন সময়ে কারাগারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করতেন বলে অভিযোগ রয়েছে।

বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফারুক আহম্মেদ বলেন,
“প্রশাসনিক কারণেই কারারক্ষী রফিকুল ইসলাম ও আব্দুল্লাহকে বদলি করা হয়েছে।”

উপরে