প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ ০০:১০

শাজাহানপুরে বেজোড়া যুব সংঘের সভাপতি রুবেল হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

উপজেলা সংবাদদাতা, শাজাহানপুর, বগুড়াঃ
শাজাহানপুরে বেজোড়া যুব সংঘের সভাপতি রুবেল হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়ায় বেজোড়া যুব সংঘের সভাপতি মো. রুবেল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বনানী এলাকায় স্থানীয় বাসিন্দা ও যুব সংঘের সদস্যরা এই মানববন্ধনের আয়োজন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বহিষ্কৃত যুবলীগ কর্মী সনি ও তার সহযোগীরা অতর্কিতে রুবেল হোসেনের ওপর হামলা চালায়। এ সময় সনি কোমর থেকে পিস্তল বের করলে উপস্থিত লোকজন তাকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা, ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, হামলার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্যক্তিগত শত্রুতার জেরে রুবেল হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। আমরা শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই।”

বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তকে পিস্তলসহ পুলিশের হাতে তুলে দেওয়ার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রাথমিকভাবে মামলা নিতে অনীহা দেখান। পরে স্থানীয়দের চাপের মুখে পুলিশ বাধ্য হয়ে মামলা গ্রহণ করে।

এসময় বক্তারা বলেন, “আমরা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই। শান্তিতে বসবাস করা আমাদের অধিকার। হামলাকারী ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

মানববন্ধনে বেজোড়া যুব সংঘের সদস্যসহ এলাকার শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

উপরে