প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ ০১:০৯

রাজশাহীতে অনূর্ধ্ব-১৪ বালক ফুটবলে ফিডলাইট ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
রাজশাহীতে অনূর্ধ্ব-১৪ বালক ফুটবলে  ফিডলাইট ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী আয়োজিত অনূর্ধ্ব-১৪ বালক ফুটবলের বাছাই প্রতিযোগিতায় ফিডলাইট ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত
ফাইনালে ফিডলাইট ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪-৩ গোলে পদ্মাপাড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র ছিল।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট (এডিএস) উম্মে কুলসুম সম্পা।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক মোঃ হাবিব, প্রাক্তন ফুটবলার তালেবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাছাইকৃত খেলোয়াড়দের শারীরিক শিক্ষা কলেজে মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

উপরে