প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ ২৩:১২

৩২ ঘণ্টার অপেক্ষার শেষ—বাঁচানো গেল না শিশু সাজিদকে

রাজশাহী সংবাদদাতাঃ
৩২ ঘণ্টার অপেক্ষার শেষ—বাঁচানো গেল না শিশু সাজিদকে

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক বলেন, রাত ৯টা ৩৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, ঘটনাস্থল থেকেই তার মৃত্যু হয়েছিল।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, প্রায় ৩২ ঘণ্টার অভিযান শেষে রাত ৯টার দিকে সাজিদকে গর্ত থেকে উদ্ধার করা হয়।

ঘটনা কীভাবে ঘটল

বুধবার দুপুরে তানোরের পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে বাড়ির পাশের খড়ঢাকা জমি দিয়ে হাঁটার সময় হঠাৎ খড়ের নিচে থাকা অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ।
শিশুটির ‘মা মা’ চিৎকার শুনে ফিরে তাকিয়ে মা দেখেন, খড় সরাতেই নিচে ফুঁসে ওঠা গর্ত।

স্থানীয়দের অভিযোগ, গত বছর একজন ব্যক্তি সেখানে গভীর নলকূপ বসানোর চেষ্টা করেন। ১২০ ফুট পর্যন্ত খুঁড়েও পানি না পাওয়ায় পাইপটি মুখ খোলা অবস্থায় ফেলে রাখা হয়। বৃষ্টিতে গর্তের মুখ আরও বড় হয়ে যায়। কোনো সুরক্ষা বা সতর্কতামূলক ব্যবস্থা না থাকাই এ দুর্ঘটনার কারণ।

উদ্ধার অভিযান

ঘটনার পরপরই তিন ইউনিট ফায়ার সার্ভিস রাতদিন অভিযান চালায়। গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হয়। স্থানীয় প্রশাসন ও মেডিকেল টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল।
হাজারো মানুষ现场 ভিড় করেন—গর্তের পাশেই নির্ঘুম রাত কাটান শিশুর মা, আশা ও কান্নায় ডুবে।

সন্ধ্যায় ফায়ার সার্ভিস জানিয়েছিল, শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে জীবিত বা মৃত—যেভাবেই হোক, উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

উপরে