সলঙ্গায় সাংবাদিক পরিবারের বসতবাড়ী দখলের চেষ্টা, থানায় অভিযোগ
সিরাজগঞ্জের সলঙ্গায় সাংবাদিক সাঈম সরকারের পরিবারকে লক্ষ্য করে বসতবাড়ী জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, ভুমিদস্যু মর্তুজা ও গোলাম মোস্তফা গংয়েরা স্থানীয়দের সহযোগিতায় এই চেষ্টা চালাচ্ছে।
সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাঈম সরকার। তিনি জানান, “আমার প্রতিবেশী মৃত আব্দুল মজিদ সরকারের সন্তানরা আমাদের বসতবাড়ী বেআইনিভাবে দখল করার চেষ্টা চালাচ্ছে। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমার ১০ বছরের স্কুলগামী মেয়ে এবং স্ত্রীও হুমকি-ভয়ভীতির কারণে বাইরে বের হতে ভয় পাচ্ছে। এমনকি আমার মেয়ের বার্ষিক পরীক্ষায়ও তারা বাধা দিচ্ছে।”
সাঈম সরকার আরও জানিয়েছেন, তার বাবার মৃত্যুর পর থেকে ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা চলছে। ২০১৩ সালে পরিবারের উপর হামলার সময় অনেকেই আহত হন। মামলা দায়ের করার পরও প্রতিপক্ষ রহস্যজনকভাবে অব্যাহতি পায়। তবে পরে উচ্চ আদালত, স্থানীয় ইউপি চেয়ারম্যানের গ্রাম্য আদালত এবং সংশ্লিষ্ট আদালত সবসময় সাংবাদিক পরিবারের পক্ষে রায় দিয়েছেন।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, “৮ ডিসেম্বর সাঈম সরকার কর্তৃক দায়ের করা লিখিত অভিযোগের তদন্ত চলছে।”
সাম্প্রতিক এই অভিযোগে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি খতিয়ে দেখছে।
