প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০১

ওসমান হাদির ঝালকাঠির বাড়িতে জানালা ভেঙ্গে চুরি

চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
ওসমান হাদির ঝালকাঠির বাড়িতে জানালা ভেঙ্গে চুরি

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায়। শুক্রবার [১২ ডিসেম্বর] রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি] আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির বিষয়ে তদন্ত চলছে।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কেউ বাড়িতে না থাকায় জানালার গ্রিল ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এদিকে, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মতিঝিলের একটি মসজিদে প্রচার কার্যক্রম শেষে সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে ব্যাটারি চালিত রিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি।

চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে [আইসিইউ] চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলেই তার পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন।

উপরে