প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ ০১:০৫

রায়গঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকে আরোহী নিহত, আশঙ্কাজনক স্ত্রী

উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
রায়গঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকে আরোহী নিহত,  আশঙ্কাজনক স্ত্রী
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা–বগুড়া মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন [৩৫] নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ছালমা বেগম গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আকবর হোসাইন  ঢাকা মিরপুর এলাকার  মৃত জয়নাল আবেদীনের ছেলে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে আকবর হোসাইন স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে হাটিকুমরুল থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লীবিদ্যুতের সামনে আসলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির জ্যাক গাড়ি  মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কাদিয়ে অন্নত ষাট ফিট রাস্তা ছিঁছড়ে নিয়ে গেলে  ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। সংঘর্ষে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন  হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে । একই ঘটনায় তার স্ত্রী মারাত্মক আহত হন,
 
 স্থানীয়রা দ্রুত আহত নারীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
 
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা–বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ [ওসি] ইসমাইল হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে তদন্ত চলছে।
উপরে