প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৬ ২১:৪২

সলঙ্গায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

জি.এম স্বপ্না,সলঙ্গা, সিরাজগঞ্জ
সলঙ্গায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

সিরাজগঞ্জের সলঙ্গা থানার অফিসার ইনচার্জ - ওসি ইমাম জাফর সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা ওসি ইমাম জাফরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এরপর সাংবাদিকদের পরিচয় পর্ব শেষে আলোচনা সভা শুরু হয়। সংগঠনের সভাপতি সাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিকরা সলঙ্গা থানাধীন এলাকায় অপরাধ দমনে পুলিশের ভূমিকা আরও জোরদার করার পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্য-উপাত্তের সত্যতা যাচাইয়ে থানা পুলিশের বক্তব্য, সাক্ষাৎকার ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় ওসি ইমাম জাফর বলেন, সলঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, পুলিশ ও গণমাধ্যম কর্মীরা একে অপরের পরিপূরক। উভয়ে সমন্বিতভাবে কাজ করলে সমাজ থেকে অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধি করা অনেক সহজ হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা, সলঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং সমাজ থেকে অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ওসি ইমাম জাফর।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ওসি - তদন্ত মনোজিত কুমার নন্দী, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী - দৈনিক তৃতীয় মাত্রা ও নিউজ বাংলা টোয়েন্টিফোর ফোর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু - দৈনিক জনতা, সাংগঠনিক সম্পাদক কে এম আল আমিন - দৈনিক বাংলাদেশ সমাচার ও চলনবিলের আলো, সহ-সভাপতি আনিসুর রহমান - দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন, সহ-সাধারণ সম্পাদক হোসেন আলী - দৈনিক ভোরের দর্পণ, মহিলা বিষয়ক সম্পাদিকা জি এম স্বপ্না - দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক যমুনা প্রবাহ, কার্যকরী সদস্য এম কারিকুল ইসলাম সুমন - দৈনিক মানবজমিন ও দৈনিক যমুনা প্রবাহ, কার্যকরী সদস্য সোহেল রানা - দৈনিক নয়া দিগন্ত ও স্বদেশের খবর, সদস্য আখতার হোসেন হিরন - দৈনিক মুক্ত খবর ও দৈনিক শ্যামল বাংলা, সদস্য আব্দুর রহিম - দৈনিক কলম সৈনিক এবং সদস্য সুলতান মাহমুদ - রাজধানী টিভি।

উপরে