প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৬ ২২:০০

নাগেশ্বরীতে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ১১ জন আটক

শফিকুল ইসলাম শফি, নাগেশ্বরী, কুড়িগ্রাম
নাগেশ্বরীতে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ১১ জন আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের চক্র ধ্বংস করতে থানা পুলিশ ১১ জনকে আটক করেছে। এ সময় ডিভাইস, প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ আটক করা হয়েছে অভিযোগিত পরীক্ষার্থী, শিক্ষক ও প্রশ্নফাঁস চক্রের সদস্যদের।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, ৯ জানুয়ারি বিকালে পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের পাশের কাজীপাড়া এলাকায় একটি বাসা থেকে ৬ জন এবং নাগেশ্বরী বাস্ট্যান্ডে একটি প্রাইভেটকার থেকে আরও ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে প্রশ্নপত্র, উত্তরপত্র, ডিভাইস এবং বেলচেক উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন:

বেলাল হোসেন - ৩৮, পিতা- আব্দুল হামিদ, আরজিকুমারপুর, নাগেশ্বরী

আনোয়ার হোসেন - ২৮, পিতা-মোঃ ময়নুল হক, চর দামালগ্রাম, রায়গঞ্জ, নাগেশ্বরী

মিনারুল ইসলাম - ৪০, পিতা-মৃত বাহাদুর আলী, বামনডাঙ্গা, নাগেশ্বরী

শাহজামাল - ২৭, পিতা-মোঃ ওয়াহেদুজ্জামান, বেরুবাড়ী, থানা-নাগেশ্বরী

বাবু ইসলাম - ৩২, পিতা-মৃত আবুল কাশেম, কাজীপাড়া, নাগেশ্বরী

মোছাঃ জান্নাতুল নাঈম মিতু - ২৬, পিতা-মৃত জয়নাল আবেদীন, ০১ নং ওয়ার্ড, নাগেশ্বরী পৌরসভা

আব্দুল লতিফ - ৫২, পিতা-মোঃ আজিজার রহমান, নাগেশ্বরী

শরিফুজ্জামান সিদ্দিকী - ৪০, পিতা-মৃত নাজির হোসেন সিদ্দিকী, ফুলবাড়ী, কুড়িগ্রাম

হিমেল মাহমুদ - ২৮, পিতা-মোঃ আব্দুল মালেক মৃধা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর

মোছাঃ চামেলী আক্তার - ২৯, পিতা-মোঃ ইদ্রিস মোড়ল

মাহবুব খান - ৩৫, পিতা-মোঃ হারুন খান, রামপুরা, ডিএমপি, ঢাকা

নাগেশ্বরী থানার পুলিশ এই বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

উপরে