প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ০০:২৩

বগুড়ায় ‘এস্কাফ’ মাদক উদ্ধার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪

খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়ায় ‘এস্কাফ’ মাদক উদ্ধার  বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪
বগুড়ায় ভিন্ন নামের মাদক ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার করেছে র‍্যাব। মাদক বিরোধী অভিযানে ১৭৫ বোতল এস্কাফসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেনসিডিলের পরিবর্তে এস্কাফ কাশির সিরাপের আদলে নতুন মোড়ক। কৌশলে আনা হচ্ছিল মাদকের চালান। এদিকে ধুনট উপজেলার রহমত আলী হত্যা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুরে পৃথক অভিযানে আরও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
 
গতকাল শনিবার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, মোটরসাইকেল যোগে মাদক পাচারের তথ্য পেয়ে শেরপুর উপজেলার রাণীরহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে ১৭৫ বোতল মাদক ‘এস্কাফ’ সিরাপ পাওয়া গেছে। হাতেনাতে গ্রেপ্তার মাসুদ রানা (৩২) সিরাজগঞ্জ সদরের পাইকপাড়া মহল্লার বাসিন্দা। 
 
এদিকে, শুক্রবার রাতে ধুনট উপজেলার জোলাগাতী মাজার এলাকা থেকে রুবিয়া খাতুনকে (৪০) গ্রেপ্তার করে থানা পুলিশ। তিনি মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত জুব্বার সেখের স্ত্রী। তার বিরুদ্ধে ধুনট থানায় হত্যা মামলা রয়েছে। গত বছর অক্টোবর মাসে ব্যবসায়ী রহমত আলী তালুকদারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। তিনি গোবিন্দপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। নিহত রহমত আলীর স্ত্রী কহিনুর খাতুন বাদি হয়ে ১০ অক্টোবর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেন। 
 
অন্যদিকে, শেরপুর উপজেলায় রাতভর বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারেন্টমূলে ১০ জন, ১৫১ ধারায় ৮ জন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত মাদকসেবি ১১ জন এবং নিয়মিত মামলার তিন আসামি।
শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন জানান, এই অভিযান নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ প্রস্তুতি। বৃহস্পতিবার রাতভর অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উপরে