প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬ ০০:২৪
শিবগঞ্জের ভাইয়ের পুকুর মডেল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া সংবাদদাতা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাইয়ের পুকুর মডেল স্কুলে শনিবার (১০ জানুয়ারি) বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিকুর রহমান।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, সহকারী শিক্ষক আঃ সবুর রানা, মশিউর রহমান, শাহ আলম, মোছাঃ শারমিন আক্তার, শ্রীমতি কৃষ্ণা রানী, নাদিরা বেগম, হিসাব রক্ষক হাসান, পরিচালক মোফাজ্জাল হোসেন ও মোঃ জামিল উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নের জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
