ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বার্তা সামনে রেখে বীরগঞ্জে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনা করেছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
গতকাল রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বীরগঞ্জ পৌর শহরের বিজয়ের চত্বর প্রাঙ্গণে এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি “দেশের চাবি আপনার হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান গণসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়।
ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ঐতিহাসিক সেই সময়ের ত্যাগ, আন্দোলন ও গণতান্ত্রিক চেতনার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ বার্তাও প্রদর্শন করা হয়। বার্তায় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়।
প্রচার কার্যক্রম চলাকালে উপজেলা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় স্থানীয় সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে তথ্য জানতে নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন বলেন, “ভোট দেওয়া একটি সাংবিধানিক অধিকার। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। সরকারি এই ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।”
তিনি আরও বলেন, “ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং নির্বাচন ও গণভোট বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষও নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা জানতে পারছেন।”
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আহাদ আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব সরকার এবং বীরগঞ্জ থানার তদন্ত অফিসার মোহাম্মদ শিহাব উদ্দিন।
এছাড়াও উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে পরিচালিত এই প্রচারণা কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
