প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ০০:৫৪

সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

খবর বিজ্ঞপ্তিঃ
সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের একটি চৌকস দল গত রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানাধীন বাজার স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির নাম মো. সোনা। তিনি মৃত ইসলামের ছেলে এবং সিরাজগঞ্জ সদর থানার সাহেদ নগর বেপারীপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ মার্চ মো. সোনার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বিচারাধীন থাকার পর বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত-১, সিরাজগঞ্জ তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকেই মো. সোনা পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা ওই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উপরে