শহীদ ওসমান হাদী হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কালাইয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
জয়পুরহাটের কালাই উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিক্ষার্থীরা।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কালাই উপজেলাবাসী ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও এতে ছিল দৃঢ় প্রতিবাদের বার্তা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার সংগঠক। তার হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং সমাজের বিবেককে হত্যার শামিল। দীর্ঘদিনেও এ হত্যার বিচার না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে বলেও তারা মন্তব্য করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন,
“বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও সাহসী করে তুলছে। যদি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ বাড়বে। আমরা আর কোনো শহীদ দেখতে চাই না।”
বক্তারা আরও দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বা প্রভাব বিস্তার যেন না ঘটে, সে বিষয়েও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় কালাই উপজেলাজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা আরও জোরালো হয়ে উঠেছে।
