প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ০১:০৮

বিপুল গাঁজা জব্দ ও অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
বিপুল গাঁজা জব্দ ও অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

বগুড়ায় র‍্যাব-১২’র পৃথক অভিযানে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। পাশাপাশি ঢাকা থেকে অপহৃত এক কিশোরী (১৬) উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক মামলায় দুইজন এবং অপহরণ ও ধর্ষণ মামলার একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার রাতে রাজধানীর হাজারীবাগ নবীপুল লেন এলাকায় অভিযান চালিয়ে বগুড়া থেকে অপহৃত কিশোরীকে একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়। অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আল আমিন (১৮) সোনাতলা উপজেলার পাকুল্লা পশ্চিমপাড়া মহল্লার বুলু মিয়ার ছেলে। কিশোরী গত ৬ জুন বোনের বাসা থেকে বই আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

অন্যদিকে, বগুড়া সদর উপজেলার ঠেংগামারা এলাকায় গত শনিবার মাদকবিরোধী অভিযানে রংপুর থেকে পাবনা যাওয়ার পথে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ জব্দ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শফিকুল ইসলাম (৫৩)দুলাল হোসেন (৪১)। উভয়কেই বগুড়া সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে এবং জেলা ও রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে কাজ অব্যাহত থাকবে।

উপরে