ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত
‘এসো মিলি,এসো গড়ি, দুপচাঁচিয়া কে সমৃদ্ধ করি’ এই শ্লোগান নিয়ে ঢাকায় বসবসরতদের নিয়ে ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১০জানুয়ারি শনিবার লেক ভিউ রিসোর্ট মধুমতি মডেল টাউন এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সভাপতি এফ এম কামরুল হাসান মিলন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আয়নুল হক জেমস এর পরিচালনায় বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এফ,এম আমিনুজ্জামান, আইন মন্ত্রনালয়ের যুগ্মসচিব কবির উদ্দিন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. নুর মহল আখতার বানু, ঢাকা বিশ্ববিদ্যা য়ের প্রফেসর ড.মাহমুদুর রহমান, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল আল ফারুক, সদরদফতরের উপসহকারী পরিচালক আলী আহমেদ আইয়ুব আলী মন্ডল, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি নাহিদুর রহমান দিপু, সহসভাপতি মোকারম হোসেন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, লিডারস ফোরাম বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি কবির উদ্দিন, ডিপিডিসি ইঞ্জিনিয়ার রুহুল আমিন, জিসকা ফারমাসিটিক্যালস ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার নিজাম উদ্দিন, এ্যাডভোকেট রফিকুল ইসলাম ব্যবসায়ী আনছারুল ইসলাম, আইয়ুব আলী মন্ডল, ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারন সম্পাদক ইয়াছিন আলী, সহসভাপতি গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সদস্য আলী আহমেদ, গোলাম মর্তুজা, শাহাদাত, সাফিউল,রুহুল কুদ্দুস প্রমুখ। এ উপলক্ষে মোঃ আনোয়ার পাশার সম্পাদনায় সাময়িকী প্রকাশ করা হয় এবং দুই জন ড. জালাল উদ্দিন মন্ডল এবং এ,এ,এম এমদাদুল হক স্যারকে মরণোত্তর সন্মাননা জানানো হয়।
