প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ০১:১৭

বগুড়া থিয়েটার পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে মঞ্চে “কাঁদে ধরিত্রী”

খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়া থিয়েটার পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে মঞ্চে “কাঁদে ধরিত্রী”

পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বগুড়া থিয়েটার নতুন একাঙ্ক নাটক “কাঁদে ধরিত্রী” মঞ্চস্থ করেছে। হুমায়ুন আহমেদের মূলগল্প অবলম্বনে নাট্যরূপ করেছেন সুপিন বর্মন, এবং নির্দেশনা দিয়েছেন কনক কুমার পাল অলক

গত ১১ জানুয়ারি ঢাকাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে নাটকটি পরিবেশ সংগঠন ধরার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রদর্শিত হয়।

নাটকে বন, গাছ, নদী, পাখি ও মানুষের সম্পর্ককে কেন্দ্র করে পরিবেশ ধ্বংসের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। বন উজাড় ও পাখিদের আশ্রয়হীন হওয়ার দৃশ্য, বৃক্ষের গুরুত্ব ও ভেষজ চিকিৎসার সঙ্গে গাছের নিবিড় সম্পর্ক, সুন্দরবনের ফাঁদে আটকা পড়া বাঘের করুণ অবস্থা এবং শব্দদূষণের কুপ্রভাব নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে।

নাটকের সংলাপ, দলীয় অভিনয় ও প্রতীকী মঞ্চব্যবহার দর্শকদের মধ্যে পরিবেশ রক্ষার দায়বদ্ধতা জাগিয়ে তোলে। বিশেষ করে শেষ দৃশ্যে সবাই মিলে চারা গাছ রোপণের অঙ্গীকার নাটকের বার্তাকে আরও শক্তিশালী করেছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুর রহমান, সোবহানী বাপ্পী, রবিউল করিম, প্রিয়াস চন্দ্র বর্মন, বায়েজিদ নিবিড়, রাহুল স্বরণ ও অলক পাল

আয়োজক কমিটির আহ্বায়ক শরীফ জামিল বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের নাটক নিয়মিত মঞ্চায়ন হওয়া উচিত। নাটক মঞ্চায়নের পর দল অন্যরকম গানাবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছে।

উপরে