প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ০২:০৩

সেরোভ একাডেমি অফ ফাইন আর্টসে কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি পদক প্রদান

সঞ্জু রায়:
সেরোভ একাডেমি অফ ফাইন আর্টসে 
কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি পদক প্রদান
সেরোভ একাডেমি অফ ফাইন আর্টস-এর উদ্যোগে শিক্ষার্থীদের বার্ষিক একাডেমিক ফলাফল প্রকাশ ও কৃতিত্বের স্বীকৃতি পদক প্রদান করা হয়েছে। গত শনিবার দুপুরে একাডেমির গ্রীন স্কয়ার ক্যাম্পাসে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে একযোগে একাডেমির গ্রীন স্কয়ার ক্যাম্পাস ও ধানমন্ডিস্থ রাশিয়ান হাউস ইন ঢাকা- এই দুই ক্যাম্পাসের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। সরেজমিনে দেখা যায়, বিকেল গড়াতেই গ্রীন স্কয়ার ক্যাম্পাসে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। রঙের বাক্স ও স্কেচবোর্ড হাতে শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে প্রাণচাঞ্চল্য। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের নাম ধরে ডাকা হলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল কৃতি শিক্ষার্থীদের বিশেষ স্বীকৃতি, সনদ, পুরস্কার ও মেডেল প্রদান। একাডেমি কর্তৃপক্ষ জানান, শিল্পচর্চায় কৃতিত্বের পাশাপাশি ধারাবাহিকতা ও নিষ্ঠার স্বীকৃতি দিতেই এই আয়োজন। অনুষ্ঠানটি ছিল শুধু ফলাফল প্রকাশ নয়; এটি ছিল শিক্ষার্থীদের এক বছরের পরিশ্রম, শেখা ও সৃজনশীলতার সম্মিলিত উদযাপন। অনুভূতি প্রকাশকালে একজন অভিভাবক বলেন, “আগে তার সন্তান মোবাইল গেম বেশি খেলতো, এখন বাসায় এসে আঁকার কথা বলে। এই পরিবর্তনটাই আমাদের কাছে তাদের কাছে বড় অর্জন।” অনুষ্ঠান শেষে একাডেমির পরিচালক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিল্পচর্চা শুধু কারিগরি দক্ষতা নয়, এটি মনকে শৃঙ্খলিত করে, দৃষ্টিকে সংবেদনশীল করে এবং মানুষকে আরও মানবিক করে তোলে।“ এমন ইতিবাচক নানা আয়োজন আর ছোট ছোট সফলতার ফুলঝুরি নিয়েই এগিয়ে যাবে এই একাডেমি।
উপরে