বগুড়ায় বাসযাত্রী থেকে ২ হাজার ইয়াবাসহ আটক ১
বগুড়ায় ঢাকা–রংপুর মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ খাশিরুল ইসলাম (৫৩) নামে এক বাসযাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক খাশিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার উত্তর বালিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ঢাকা–রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তিনি আরও জানান, তল্লাশিকালে বাসের এক যাত্রী খাশিরুল ইসলামের আচরণ সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
