প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬ ২২:৪৮

নির্বাচনকেন্দ্রিক সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে- মোনায়েম মুন্না

সঞ্জু রায়:
নির্বাচনকেন্দ্রিক সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে- মোনায়েম মুন্না
নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। বগুড়ার জেলা, উপজেলাসহ যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত সভায় যুবদলের শীর্ষ এই নেতা আরো বলেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে সেটিও একটি সুক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে। তবে তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে কুচক্রী মহলের সকল ষড়যন্ত্র মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। তিনি বলেন মানুষের ভালবাসা নিয়ে আগামীর প্রতিটি দিন তারা পথচলতে চান। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুন্না বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসার জন্য উন্মুখ হয়ে আছেন। তিনি খুব শিগগিরই বগুড়াসহ উত্তরাঞ্চল সফরে আসবেন। মোনায়েম মুন্না বলেন, জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে তারেক রহমান শীর্ষে অবস্থান করছেন। আর এ কারণেই কোনো কোনো মহল তাঁর জনপ্রিয়তাকে হিংসার চোখে দেখছে। দেশে ফেরার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর বগুড়া ও উত্তরাঞ্চলে হওয়ার কথা ছিল। কোনো কারণে সফরটি স্থগিত হলেও বগুড়ায় আসার ব্যাপারে তাঁর প্রবল আগ্রহ রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি রংপুরে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলেও জানান যুবদল সভাপতি। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বগুড়াসহ সারা দেশে তারেক রহমানের বিজয়ের বিষয়ে তারা শতভাগ আশাবাদী। জনগণের আস্থা বিএনপির ওপর রয়েছে এবং রেকর্ড ভোটে বিএনপি জয়ী হবেন বলেও মন্তব্য করেন তিনি। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় আয়োজিত এ সভায় জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বদা নির্বাচনী আচরণ বিধির কথা মাথায় রেখে মাঠ পর্যায়ে কাজের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সকল নেতৃবৃন্দকে তারেক রহমানের আদর্শ ও তার প্রদানকৃত সকল নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেন। মুন্না বলেন, যুবদল সারা দেশের মাঝে বৃহৎ একটি সংগঠন। বৃহৎ এই জনবলের প্রধান কাজ হবে সাধারণ মানুষের দোরগোঁড়ায় গিয়ে জনগনের ভালোবাসা ও আস্থা অর্জন করা। মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফারুকে আজম, এ্যাড. এনামুল হক পান্না, ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র ও সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ। সাংগঠনিক এই মতবিনিময় সভা আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে সাংগঠনিক এই মতবিনিময় সভা ঘিরে নেতৃবৃন্দরা নতুন করে উজ্জীবিত হয়েছে। তাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই বগুড়ায় এসেছেন যুবদলের শীর্ষ নেতা মোনায়েম মুন্না। তারা বলেন, অত্যন্ত সুশৃংখলভাবে বগুড়া জেলা যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত এই সভা পরবর্তী তাদের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে।
উপরে