ফেসবুকের ফেক আইডিতে অপপ্রচার, বগুড়া শহর যুবদলের সভাপতি মমিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষুব্ধ নেতাকর্মীরা
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। একটি ফেসবুক ফেক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শহর যুবদলের নেতাকর্মীরা। জানা গেছে, গত ৯ জানুয়ারি বগুড়া করোনেশন স্কুলে এসএসসি-৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মরণীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বন্ধু-বান্ধবদের মিলনমেলায় ছিল আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানের একপর্যায়ে বন্ধুসুলভ আবহে সবাই মিলে একটি গান পরিবেশন করেন। এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও সামাজিক আয়োজন, যেখানে কোনো রাজনৈতিক বক্তব্য বা কর্মসূচি ছিল না। কিন্তু ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ‘আমরা পলাশ ভাইয়ের সৈনিক’ নামের একটি ফেক আইডি থেকে আহসান হাবিব মমিকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নেতিবাচক প্রচার চালানো হয়। ভিডিওটির উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন যুবদল নেতারা। বগুড়া শহর যুবদলের নেতারা বলেন, আহসান হাবিব মমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠন পরিচালনা করে আসছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণ নতুন কিছু নয়। একটি ব্যক্তিগত মিলনমেলার ভিডিওকে কেন্দ্র করে এমন অপপ্রচার পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে তারা মনে করছেন। নেতাকর্মীরা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ফেক আইডির আড়ালে থেকে রাজনৈতিক উদ্দেশ্যে সম্মানহানিকর মন্তব্য করছে, যা শুধু ব্যক্তিগত নয়, সংগঠনের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিষয়ে শহর যুবদল নেতারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফেক আইডি শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তারা। নেতাকর্মীরা আরও বলেন, এ ধরনের অপপ্রচার তাদের দমিয়ে রাখতে পারবে না। বরং সংগঠন আরও ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে।
