প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ ১৩:০২

ফেসবুকের ফেক আইডিতে অপপ্রচার, বগুড়া শহর যুবদলের সভাপতি মমিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষুব্ধ নেতাকর্মীরা

‎আল- মামুন, বগুড়া
ফেসবুকের ফেক আইডিতে অপপ্রচার,  বগুড়া শহর যুবদলের সভাপতি মমিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষুব্ধ নেতাকর্মীরা

 ‎বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। একটি ফেসবুক ফেক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শহর যুবদলের নেতাকর্মীরা। ‎জানা গেছে, গত ৯ জানুয়ারি বগুড়া করোনেশন স্কুলে এসএসসি-৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মরণীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বন্ধু-বান্ধবদের মিলনমেলায় ছিল আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানের একপর্যায়ে বন্ধুসুলভ আবহে সবাই মিলে একটি গান পরিবেশন করেন। এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও সামাজিক আয়োজন, যেখানে কোনো রাজনৈতিক বক্তব্য বা কর্মসূচি ছিল না। ‎কিন্তু ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ‘আমরা পলাশ ভাইয়ের সৈনিক’ নামের একটি ফেক আইডি থেকে আহসান হাবিব মমিকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নেতিবাচক প্রচার চালানো হয়। ভিডিওটির উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন যুবদল নেতারা। ‎বগুড়া শহর যুবদলের নেতারা বলেন, আহসান হাবিব মমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠন পরিচালনা করে আসছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণ নতুন কিছু নয়। একটি ব্যক্তিগত মিলনমেলার ভিডিওকে কেন্দ্র করে এমন অপপ্রচার পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে তারা মনে করছেন। ‎নেতাকর্মীরা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ফেক আইডির আড়ালে থেকে রাজনৈতিক উদ্দেশ্যে সম্মানহানিকর মন্তব্য করছে, যা শুধু ব্যক্তিগত নয়, সংগঠনের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ‎এ বিষয়ে শহর যুবদল নেতারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফেক আইডি শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তারা। ‎নেতাকর্মীরা আরও বলেন, এ ধরনের অপপ্রচার তাদের দমিয়ে রাখতে পারবে না। বরং সংগঠন আরও ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে।

উপরে