প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ ২৩:০২

বগুড়ায় ব্যাংকার্স পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ব্যাংকার্স পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ব্যাংকার্স পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চল।

বুধবার সোনালী ব্যাংক ভবনের পঞ্চম তলায় আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি।

এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া শহর জিয়া পরিষদের সভাপতি আনোয়ার সালাত আলো, অ্যাবের বগুড়া চ্যাপ্টারের সদস্য সচিব সুজা, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস বগুড়া সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর কবির সিদ্দিকীসহ সোনালী ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপরে