প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬ ০০:১০

হাসপাতালে মা, মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে সন্তান

শেরপুর, বগুড়া সংবাদদাতাঃ
হাসপাতালে মা, মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে সন্তান

সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মা। অথচ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগী ছেলের নামেই মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গ্রেফতার আতঙ্কে এখন পালিয়ে বেড়াচ্ছে পুরো পরিবার।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন। তিনি তাড়াশ উপজেলার ধানকুন্ঠি গ্রামের বাসিন্দা।
লিখিত বক্তব্যে রিয়াজ উদ্দিন জানান, গত ৮ জানুয়ারি সকালে তার মা রাহেলা বেগম (৭০) সৎ ছেলেদের কাছে ধান বিক্রির পাওনা ৩৫ হাজার টাকা চাইতে যান। টাকা না দিয়ে সৎ ভাই শফিকুল ও হাফিজুরসহ তাদের পরিবারের লোকজন বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করে। এতে তিনি রক্তবমি শুরু করেন এবং গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা স্থানীয় যুবদলের রাজনীতির সাথে জড়িত। তাদের প্রভাবে তাড়াশ থানা পুলিশ ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করেনি। উল্টো হামলাকারীরাই রিয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে, যা পুলিশ দ্রত রেকর্ড করে। রিয়াজ উদ্দিন বলেন, “আমার বাবা মানসিক ভারসাম্যহীন, এই সুযোগে তারা বাবাকে দিয়ে জমি লিখে নিয়েছে। এখন আমার মাকে মেওে ফেলার চেষ্টা করেছে। অথচ পুলিশের ভয়ে আমি হাসপাতালে মায়ের পাশেও থাকতে পারছি না।”
সংবাদ সম্মেলন থেকে তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “অভিযোগের বিষয়ে আমার জানা নেই, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

 

উপরে