প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ০১:৫০

নওগাঁ-৩: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী ফজলে হুদাকে শোকজ

নওগাঁ সংবাদদাতা:
নওগাঁ-৩: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী ফজলে হুদাকে শোকজ

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা’কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নোটিশটি প্রদান করেন নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. মমিনুল হক

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ফজলে হুদা Md Fazley Houda (Babul) নামের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ভোট চেয়ে পোস্টার ও ভিডিও প্রচার করেছেন। গত ১২ জানুয়ারি বিষয়টি নির্বাচনী অনুসন্ধানী কমিটির নজরে আসে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্বাচনে প্রার্থী হিসেবে এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও বিধি ১৮ লঙ্ঘন করে। জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করার সুযোগ নেই। ফলে এই ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ ও বিধিমালা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

ফজলে হুদাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার কাছে লিখিত জবাব চেয়ে নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে নিজের বা প্রতিনিধি মাধ্যমে বক্তব্য/ব্যাখ্যা দিতে হবে।

এ বিষয়ে নওগাঁ-৩ আসনের বিএনপির প্রার্থী ফজলে হুদা জানান, “রাজনৈতিক ব্যক্তিবর্গের ফেসবুক পেইজ কখনোই আমরা নিজেরা নিয়ন্ত্রণ করি না। ওইসব ভিডিও কে কিভাবে শেয়ার হয়েছে, সেটা আমার জানা নেই। এই ধরনের ভিডিও অনেক আগের। প্রায় সকল প্রার্থীরই এমন ভিডিও রয়েছে। আমি নিজে নির্বাচনী কোনো প্রচারণা করছি না। শোকজের জবাব আদালতে হাজির হয়ে দিবো।”

উপরে