প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ০১:৫২

রায়গঞ্জে অনিয়ন্ত্রিত যানবাহনের বিরুদ্ধে মানববন্ধন

রায়গঞ্জ, সিরাজগঞ্জ সংবাদদাতা
রায়গঞ্জে অনিয়ন্ত্রিত যানবাহনের বিরুদ্ধে মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন কোম্পানির অনিয়ন্ত্রিত ভারী যানবাহন ও মাটিবাহী অবৈধ পরিবহনের দৌরাত্ম্যের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অবিলম্বে অনিয়ন্ত্রিত ভারী যান চলাচল ও অবৈধ মাটি পরিবহন বন্ধের জোর দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ক্ষিরতলা ধামাইনগর ইউনিয়নের  ক্ষিরতলা বাজারে  মানববন্ধনের আয়োজন করা হয়। 
 
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার বিভিন্ন কোম্পানির ভারী যানবাহন, ইটভাটার ড্রাম ট্রাক ও অতিরিক্ত ওজনের গাড়ি নিয়মনীতি উপেক্ষা করে চলাচল করায় সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীদের জীবন মারাত্মক হুমকির মুখে পড়ছে।
 
বক্তারা আরও বলেন, প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে অনিয়ন্ত্রিত ভারী যান চলাচল দিন দিন বেড়েই চলেছে। দ্রুত এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ মাটি পরিবহন বন্ধ, দায়ী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষীরতলা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনিল চন্দ্র মাহাতো, ক্ষীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাস চন্দ্র মাহাতো,  ইউপি সদস্য নিপেন্দ্র নাথ মাহাতোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপরে