প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ০২:০৭
সোনাতলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৌরভের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সোনাতলা, বগুড়া সংবাদদাতা
বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল উর রহমান সৌরভ। তার নিজ উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ফুলবাড়িয়া এইচ এম ভি দাখিল মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শীতার্ত নারী-পুরুষ ও বৃদ্ধদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। জে.এস.এস. সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৌরভের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম, বিএনপি নেতা হারুন অর রশিদ, মধুপুর ইউনিয়ন যুবদলের সদস্য জুয়েল, মধুপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম রনি, সদস্য সৈকত মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল পেয়ে শীতার্ত জাহানারা বেগম বলেন, “এই শীতে কম্বল পেয়ে খুব উপকার হলো। আল্লাহ যেন দানকারীকে ভালো রাখেন।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে।
