প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ০২:০৮
পত্নীতলা কেক কেটে পালিত হলো ১৪ বিজিবির ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।
ধামইরহাট, নওগাঁ
নওগাঁর পত্নীতলায় কেক কেটে ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন জানান, ১৯৬৭ সালের ৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিংয়ের তৎকালীন ইপিআরের ১৪তম উইং হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ১৪ বিজিবি। ১৯৬৭ সাল থেকে এখন পর্যন্ত এই ব্যাটালিয়ন দেশ মাতৃকার সীমান্ত রক্ষার পাশাপাশি সরকারের অর্পিত সকল কার্যক্রম এবং অন্যান্য দায়িত্ব, দক্ষতা ও সুনামের মধ্য দিয়ে পালন করে আসছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় দায়িত্ব পালনের সময় তৎকালীন শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ২জনসহ বিভিন্ন পদবীর সৈনিক শাহাদাত বরণ করেন। এরই ধারাবাহিকতায় মিলাদ মাহফিল, দোয়া ও কোয়ার্টার গার্ডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক, রাজশাহী সেক্টরের অধিনস্ত ইউনিটের অধিনায়কবৃন্দ, জেলা পুলিশ সুপার, ইউএনও, পুলিশ প্রশাসন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধান।
