প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ০২:১৫
বগুড়ার নন্দীগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে কু প্রস্তাব দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কাজী ওয়াজেদ হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মো: ফারুক হোসেনের বিরুদ্ধে ছাত্রীকে কু প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ছাত্রী দাবি করেন, শিক্ষক ফারুক হোসেন বিভিন্ন সময়ে তাকে কু প্রস্তাব দিয়ে আসছিলেন। ছাত্রী আরও জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগে অনেক ছাত্রীও একই ধরনের অভিযোগ জানিয়েছিল।
ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেন, বিদ্যালয়ে বারবার বিষয়টি জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো, তাকে ভয় দেখিয়ে তার সম্মান নষ্ট করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি, তিনি জানান, প্রাইভেট না পড়ার কারণে চারজন ছাত্রী বাদে বাকি সবাইকে পরীক্ষায় ফেল করে দেওয়া হয়।
অভিযোগ বিষয়ে শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, “এটি অনেক আগের ঘটনা, যা বসে মিমাংসা করা হয়েছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বারবার ফোন রিসিভ করা হয়নি।
