প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ০০:০৬
সিংড়ায় অবৈধ পুকুর খনন, রাতভর অভিযানে ৫টি ভেকুর ব্যাটারি জব্দ
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ
নাটোরের সিংড়ায় অবৈধ পুকুর খনন বন্ধে রাতভর উপজেলা প্রশাসনের অভিযানে ৫টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার লোটাবাড়িয়া শেরকোল, বুনকুড়ি ও কলম হরিনা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি করে আসছিল কিছু অসাধু মাটি ব্যবসায়ী। মাঝেমধ্যে অভিযান করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও ভেকুর ব্যাটারি জব্দ করে উপজেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে গতরাতে ভেকুর ৫টি ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, এ উপজেলায় কোনো অবৈধ পুকুর খনন করতে দেওয়া হবে না। তার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রাতেও অভিযান করে ৫টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।
