প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ০০:১৪

সামনে খালি প্লেট নিয়ে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
সামনে খালি প্লেট নিয়ে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন
ছবি- সংগৃহীত

বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ, দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকরের এক দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, জেলা শাখা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে খালি প্লেট হাতে এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে সরকারি কর্মচারীরা দ্রুত তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। বর্তমান পে-স্কেল কাঠামো যুগোপযোগী নয় এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। তাই একটি বৈষম্যহীন, বাস্তবসম্মত ও মানবিক পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কার্যক্রমে সহযোগিতা করা হবে না।

অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা দবিরুল ইসলাম, সভাপতি নাজমুল হক, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

উপরে